অটোয়া, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০২৪
মাঝ রাতের ট্রেন - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস

স্বপ্নটা ভেঙে গেছে— 
এখন আমি বাস্তবতার আঙিনাতে 
জীবনের পায়চারীতে ভীষণ 
রকমের ক্লান্ত এক পথিক 

আচ্ছা, তোমরা এত স্বার্থপর কেন? 
আত্মিক সম্পর্ক বলে যতটুকু দেখাও 
এরমাঝে সবটাই তো হাওয়াতে ভরা 

কাঠগোলাপের গাছে যে ফুল ফোটে 
সেও তোমাদের মত এতটা স্বার্থপর না 
প্রকৃতির সাথে থেকেও তোমরা কেন 
নিজেদের হৃদয়টাকে কঠিন করে রেখেছো 

অথচ আমি যখন সাগরের কাছে গেলাম 
নিজেকে ভীষণ রকমের নগণ্য মনে হল 
এতটা বিশালতা নিয়েও কি রকম এর 
শান্ত হয়ে বয়ে চলেছে এই নীল জলরাশি 

সময়ের আবর্তনে রঙ বদলানো মানুষ 
গুলোর অবহেলা দু'হাতে উড়িয়ে দেবো 
অপেক্ষা, আক্ষেপ আর অনুশোচনা ঠেলে 
একদিন সরল এই অঙ্কটা ঠিক মিলিয়ে নেবো! 

সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা, বাংলাদেশ