অটোয়া, বুধবার ১৬ অক্টোবর, ২০২৪
একভোর শিশির - ফরিদ তালুকদার

'ভালোবাসাকে খুঁজে পেতে সময় করে একবার উপসংহারটুকু পড়ে নিও'
না, কোথাও সেভাবে লেখা ছিলো না এই কথা
পৃথিবীর এই পৃষ্ঠে তখন একভোর শরত, সদ্যজাত দিনের এক মুখ।

এতোটা পথ শেষে আমি এখন শেষ পাতায়
এখানে কোনো অক্ষর নেই, কোনো চরিত্র নেই, কেউ নেই, কিছু নেই, একটি শস্য দানা মাত্র! 

আমি আকাশটাকে আরও সম্প্রসারণ করে দেই
নির্নিমেষ দৃষ্টিতে নক্ষত্রদের আনাগোনা দেখি
ধূসর মেঘের মাঝে ভেসে উঠে আবার হারিয়ে যায় জীবন অধিক প্রিয় এক মুখ!
আমি আনত হই, পাড়ি দিতে থাকি অর্ধশতাব্দী পথ!

ধীরে নিভে গেলো পাণ্ডুর চাঁদ
আমি তন্দ্রাহত, কিংবা ঘুমে বা ঘোরে
হঠাৎ শুনতে পাই---

'পথ হারালে তুমি আবার!
একটা জীবন ছিলো শেষ পাতায় তুমি তাকে দেখেছো,
ও বিকশিত হতে চায়
ব্যক্ত হোক আর সুপ্ত, যে অনুভূতি সকলের শুদ্ধ চাওয়াকে ছুঁয়ে যায়, তাতে সারা দেয়, সেই-ই তো প্রকৃত ভালোবাসা!

তোমরা যাকে ভালোবাসা বলো, সে তো আমি প্রায় সব প্রাণীর মাঝেই সহজাত করে দিয়েছি
তাহলে তোমাদের বিশেষত্ব কোথায়? 

যাও, ডুবে যাও
যাকে হারিয়ে তুমি আজ পথে পথে---
তাকে তুমি এভাবেই খুঁজে নাও বিশ্ব প্রাণে!

( ' নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from 'Starless Night Sky' )

ফরিদ তালুকদার
অক্টোবর ১, ২০২৪
টরন্টো, কানাডা