অটোয়া, বুধবার ১৬ অক্টোবর, ২০২৪
বিশ্বাস অবিশ্বাস - টিটোন হোসেন

মেঘের মতো একটা মন হোক
যে শত সান্ত্বনা পেরিয়ে-
অশান্ত চিত্তের নৈঃসঙ্গ্য ছুঁয়ে 
ফিরবে আবার নদীর কাছে;
ক্ষত বিক্ষত রঙে ডুবে বহুবার
মধ্য গগনে ভেসে ভেসে এসে
ফিরিয়ে দেবে একটা তপ্ত দুপুর;
শূন্য হাওয়ায় ভাসা একটা মন 
যেন নিবিড় বর্ণহীন পানাফুল;
মেঘের মতো একটা মন হোক
গন্তব্যহীন....
চোখ ভরা অনুনয় দিঘির মতো
চরাট পড়া নীলচে-সবুজ,
সেখানে এসে বসুক শত রঙা-
প্রজাপতি আর ঝিঁঝিকুল......
শুধু একটা ঋতু আসুক ঢাকুক
চৌহদ্দির ভেতর।
মেঘের মতো একটা মন হোক
পোড়া প্রাণ প্রণয়ে জমা বৃষ্টির
এধারওধার ডুবুডুবু সীমান্তে বা
সরু নদীখাতের মাঝমধ্যিখানে
খেলুক বিশ্বাস অবিশ্বাস খেলা।
যারা আছে তারা থাকুক শুধু 
যারা যাবার তারা উড়ে যাক,
মেঘের মতো........ 

টিটোন হোসেন 
সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা।