অটোয়া, বুধবার ১৬ অক্টোবর, ২০২৪
একদিন - ফরিদ তালুকদার

হাজারো ফোটা পদ্মের জলাভূমিতে এক জলপোকার মনো ব্যথার গল্প কারোর ভালো লাগবে না
মানুষ বড়ো আমুদে প্রাণী
আমি তবু একটার পরে একটা অপারগতার পাতা উল্টাই!

কোথাও ক্রমশঃ ফসিল হ'তে থাকে ঝরা পাতা, বাতাসে মর্মর ধ্বনি
রক্তাক্ত ছোপের কিছু বিরতি চিহ্ন নিয়ে জেগে উঠে স্মৃতির কোষাগার 
কিছু ভুল আজ অনন্ত আক্ষেপের প্রহরী!

কায়ার আধারে প্রণাম সেরে শেকল ভাঙে মন 
লক্ষ সড়কের এক পথ, দৃষ্টিতে নেই কিছু 
অনুভবে বুঝি গন্তব্য সুদূর!

নিভৃত নিশার কম্পিত দেহে জানি-
অসীম ব্যথা-ই আনবে মুক্তি অনন্ত!

একদিন!

('নক্ষত্রহীন রাতের বকাশ' এর একটি উপস্থাপন / A presentation from 'Starless Night Sky')

সেপ্টেম্বর ২৪, ২০২৪
ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা