অটোয়া, বুধবার ১৬ অক্টোবর, ২০২৪
অকাল বোধন - দিলীপ মণ্ডল

কাশ কাঁপানো সেই আর্তনাদের ধ্বনি 
অকাল বোধন মায়ের ঘুরবে মুখে মুখে 
ঘন্টা ধ্বনিতে তা ছড়াবে বাতাসে 
হৃদয় কাঁপিয়ে সব বক্ষ বিদীর্ণ করে।

যুগে যুগে সয়েছে তারা যন্ত্রণার অপমান
দেয়নি স্বাধীনতা মুক্ত নারীর ভাবনাকে 
পিষে মেরে ফেলেছে তাদের জাতায় গুড়ো করে 
ধর্ষণ - হত্যা - খুন - দুর্নীতির - সন্ত্রাসীর গহ্বরে। 

ভালো তারা বেসেছে তবু নিঃস্বার্থের বন্ধনে 
স্নেহ মায়া মুগ্ধতায় সব কিছু দিয়ে 
সামান্য চাওয়া শুধু ভালবাসা চিরন্তনতা 
সব কিছু উজাড় করে ভালোবাসায় মিশে যেতে।

চোখের জলে ভিজে গেছে কত না ঘরের কোণ 
হয়েছে লাঞ্ছিত ঘৃণায় প্রহারে করেছে নির্যাতন 
কি যে অটুট প্রকৃতির মায়া সৃষ্টির নব আলো 
এ সব কিছু ভুলে বাঁচে - ভালোবেসে ফুল ফোঁটাতে। 

সন্তানের আসার দীপ গর্ভে ধারণ করে 
আনন্দে আত্মহারা যায় সব ভুলে 
সন্তান আনবে সুখ এই নির্যাতন অপমানের 
মুছে দেবে হতাশা - বেঁচে থাকার হিনমণ্যতাকে।

এ কুটিল কৃষ্ণ কালো "কালের" হোক অবসান 
হে নারী তোমরা হয়ে ওঠো দশভূজা 
যমের নাগপাশে বাঁধো ওই হিংস্র অসুরদের 
খড়্গ  ছেদন করো মুন্ড অগ্নি ত্রিশূল এ গেঁথে।

দিলীপ মণ্ডল
কলকাতা, পশ্চিমবঙ্গ