অটোয়া, মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪
বিড়ম্বনা কোথায় তুমি? - মোহাম্মদ হারুনূর রশীদ

বিড়ম্বনা.....
কোথায় তুমি?
কেন? এই তো আমি এইখানে 
আছি আমি সবখানে
জীবনের ঝুপড়ীতে ঘরের খুপড়ীতে 
প্রেমের দেউড়িতে সুখের খীড়কিতে
পাবে খুঁজে মোরে সবখানে
ধাপে ধাপে খাপে খাপে প্রতিটি জীবনে 
সুখ দু:খের কল্লোলে নিভৃতে নির্জনে।

বিড়ম্বনা...
কোথায় তুমি?
এই তো আমি এইখানে
আছি আমি সবখানে।
আছি আমি
আগুন দামের পণ্যের পসরাতে
হাহাকার করা বাজারের খুচরাতে  
ভাতের হাড়িতে পান্তার সানকিতে 
বুভুক্ষু শিশুর পাজরের পরতে পরতে
কৃষক কৃষানীর উদাস দৃষ্টিতে
নিবিড় বন্ধনে উষ্ণ চুম্বনে
যৌবনের পড়ন্ত প্লাবনে
দেখা দেই আমি 
পৌষে কার্তিকে না হয় শ্রাবণে 
সারা মাস বার মাস তের পার্বনে।

আমি বিড়ম্বনা  
আছি সাহেবদের জলসাতে
গাড়ীর খোলা কাচটাতে
যখন দাড়াই আসি ওর পাশটাতে
আধুলি ঝলকি উঠি মোর হাতটাতে
চলছি আমি চলব আমি অনাদিকাল 
বিড়ম্বনার এ পথ চলাতে।
বিড়ম্বনা...
কোথায় তুমি?
কেন? এইতো আমি এইখানে
আছি বেশ মাটির তলের এই কুঠরিতে
আছি আমি 
বেশ আছি 
আছি বেশ স্বস্তিতে
মাটির নীচে এই যে আমি 
আছি আমি ওর সাথে এক কাতে।
রায় হযেছে যাবে ও কাল নরক পানে 
বিড়ম্বনা ছাড়ছেনা ওকে 
এসেও হেথা এইখানে।

মোহাম্মদ হারুনূর রশীদ 
অটোয়া, কানাডা