অটোয়া, মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫
বুকভরা ব্যথা নিয়ে - সিদ্ধেশ্বর হাটুই

বুকভরা ব্যথা নিয়ে হাসে না তো মন
দহন জ্বালা কভু… ডাকে না স্বপন,
প্রতিবন্ধকতা জীবনে যদি করে..হে আশ্রয়,
সে পথ চলা কী আর… সন্তোষের হয় ?
যে মনে মিশেছে গরল কোন অগোচরে
সে মনে থাকে না শান্তি , ছটফট করে মরে।
মন্দিরে ধরলে ফাটল পুরোহিত কাঁদে
যত চাপ সবটুকু পড়ে তার কাঁধে।
আহত পাখির গান লাগে না মধুর
বৃথা হয় চেষ্টা যত থাকে সে অদূর।
অর্ধমৃত বৃক্ষে কভু আসে না মুকুল
জীবন অনর্থক ভেবে হয় রে আকুল।

সিদ্ধেশ্বর হাটুই
 সুখাডালী, সারেঙ্গা
 বাঁকুড়া, পশ্চিমবঙ্গ