নিকষকালো অন্ধকার সরু গলিকানে ভাসে কাঠপোকার ভূতুড়ে সুরঅদূরে তীরবেগে জ্বলজ্বলে চোখমাঝরাতে নিথর দেহে হায়েনার থাবা!অগণিত হাত খেলা করে খোলাবুকেতীক্ষ্ণ দাঁতের আঁচড়ে হার মানে-পিকাসোর হাতের রঙিন রঙতুলি!মরা মাংশপিণ্ডতে মানুষেরই দাঁতচোখেমুখে ভেসে ওঠে তৃপ্তির ঢেকুরদূরে বসে লজ্জা পায় পথের কুকুর।শক্তিহীন দেহে চলে বাঁচার আকুতিসবাই শোনে তবুও শোনেনা কেউশুনেও পাশকাটে আযানের শ্রমিক।রাজপথ কেঁপে তোলে বজ্রকণ্ঠসামাল দিতে বেসামাল কামলার দলটিভির পর্দায় ধরা পড়ে নির্বাক মজনু!নূরে আলম সিদ্দিকী নূর। দিনাজপুর
Ashram Bengali Magazine, Ottawa