নতুন পৃথিবী - নবীন সাউ
এ এক নতুন পৃথিবী, মৃতের মিছিল বাড়ছে,
ধনী, গরীব কেউ জানে না কার শত্রু আসছে।
বন্ধ স্কুল-কলেজ, বন্ধ কাজ, বন্ধ অফিসগুলো,
প্রিয় বেঞ্চে, প্রিয় টেবিলে বাসা বাঁধছে ধুলো।
মানুষ, পশু, পাখি, সবাই হয়েছে নিঃস্ব,
তবুও যেন সৃষ্টি হয়েছে এক নতুন বিশ্ব।
একসময় মানুষের ঘুম ভাঙত সকালে অ্যালার্ম শুনে,
এখন ভাঙছে ঘুম পাখিদের সুমধুর গান শুনে।
দূষণ কমেছে, সমুদ্রে বেড়েছে ডলফিনের উচ্ছাস,
তটে এসে পড়ছে ঢেউ এর মুক্ত নিশ্বাস।
পরিষ্কার আকাশ, মুক্ত বাতাস বইছে,
কমেছে উত্তাপ, পরিমাণ মতো বৃষ্টি হচ্ছে।
প্রার্থনা করো, মিলিত প্রয়াসে দুঃসময় দূরে যাক,
নিঃস্ব মানুষ জাগুক আবার ভালোবাসা বেঁচে থাক।
নবীন সাউ
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
05-08-2020
-
-