অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শেষ অঙ্ক - রঞ্জনা রায়

কাশে গ্রহণ মুক্ত রাস পূর্ণিমার চাঁদ
জ্যোৎস্নায় ভাসছে পৃথিবী
তুমি আমি বসে আছি মুখোমুখি
আমাদের মাঝে অসংখ্য অক্ষর
এধার-ওধার ডাইনে-বাঁয়ে ছড়ানো-ছিটানো।

এইসব শব্দেরা অর্থ খুঁজতে খুঁজতে
হারিয়ে যায় অজানা কৃষ্ণ গহ্বরে।
তবুও তুমি আর আমি বসে আছি মুখোমুখি
শার্ট প্যান্ট শাড়ি-ব্লাউজ প্রসাধনী

ভাত ডাল মাছ মিষ্টি বিরিয়ানী
স্করপিও হণ্ডা  কিংবা মেট্রো রেল
এসব কিছুই আমাদের শূন্যতাকে সম্পদ দেয়।

ভালবাসাহীন অভ্যাসের চাতুর্যে শুধুই অঙ্ক কষা
চুল্লীর আগুনে একদিন শেষ হবো জেনেও 
ব্যালকনির গোলাপের মতো
সুন্দর হতে চেয়ে মিথ্যার অভিনয় করি।

মাঠের কাশফুল হাসে সোনালি রোদে
শূন্যতাকে করে তোলে সতেজ ও সুন্দর।

রঞ্জনা রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ