আমার প্রানের ভাষা - মোবারক মন্ডল
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় বলি কথা
বাংলা ভাষার অমর্যাদায়
জাগায় প্রাণে ব্যথা।
বাংলা গানে রুক্ষ জমি,
চষে গাঁয়ের চাষি
বাংলা ভাষায় বলতে কথা
ভীষণ ভালোবাসি।
বাংলা আমার মায়ের বুলি
খোদার প্রিয় দান!
সয়েছি যত ব্যাথা
ঝড়েছে কত রক্ত
ভাষার মাঝে বেঁচে থাকুক
শহিদ ভাইদের ভালবাসার রক্ত।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা ভাষার শান,
বাংলা আমার বাহান্ন
একাত্তরের ঐ গান।
ভাষার জন্য করেছি যুদ্ধ
দিয়েছি কত প্রান।
মোবারক মন্ডল
করিমপুর - নদীয়া
পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
23-02-2021
-
-