অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
হৃদয় প্রচ্ছদে - শাহ্‌ বাহাউদ্দিন শিশির


(১)
কত কালই না অপেক্ষায় আছি পথ চেয়ে,
যদি সে আসে ফিরে আমার আঁধার নীড়ে। 

(২)     
প্রতীক্ষায় থাকতে থাকতে কত কিছুই না দেখেছি, 
আবার ভেবেছি এমনকি কোন কোন সময় বুঝেছি। 
একদল সাদা মেঘ দেখেছি উড়ে যেতে দল বেঁধে,
কোন কোন সময় দেখেছি একদল বুনো পায়রার বেশে।
কখনো মেঠো পথটির শেষ বাঁকে দাঁড়িয়ে,
কোন সময় বড় রাস্তাটার চৌমোহনাতে খুঁজেছি।
খৈয়ামের আঁকা স্বর্গ আর নরক এই ধরণীতে,
আমরা ঠিকই চলেছি ভিন্ন গন্তব্যের মহাসড়কে।  

(৩) 
এতোগুলো সময় পার হয়ে গেল মন্থর গতিতে,
অপেক্ষাই আমার একমাত্র সহায় স্মৃতির আলিঙ্গনে।
কতগুলো ঢেউ এসে আছরে পরেছে নগ্ন পায়ে,
ঐ সাগর গহীন তলে কতনা সম্ভার রয়েছে লুকিয়ে।
কোথাও যদি আজও রয়ে যায় কিছু অতীতের শ্মনে,
শ্রাবণের বর্ষণে ততই হবে ক্ষত বজ্রের ঘন ঘন করর্ষণে।
রবি ঠাকুরের এই আসা যাওয়ার পথের দিকে তাকিয়ে,
ফুরসতই বা কার দেখার এই ক্ষনিকের অতিথিটিরে।

(৪)
তীর ভেঙ্গে এগিয়ে চলেছি কোন এক অজানা তালে,
বাকীর খাতায় জমে আছে প্রতিশ্রুতি গান নানা সুরে।
তার ললাটে আঁকা জল ছবিটি দেখে ছিলাম সেই কবে,
আজও তা ভেসে ওঠে নানান রঙে মনের ক্যানভাসে। 
নরম পাখায় ভর করে উড়েছে প্রজাপতি ফুলে ফুলে,  
বর্ষের আবরণ খসে চলেছে দিনগুলো শুধুই নামতা কষে।  
কাজী নজরুলের মোর প্রিয়া হবে এসো রানী আমন্ত্রণ,
সেতো স্বপ্নেই রয়ে গেছে দুরস্বপ্ন ভেবে সে গেছে ভুলে।

(৫)
আমি আজও অপেক্ষায় আছি যদি সে ফিরে,
আমার আটপ্রোঢ় হৃদয়ের প্রচ্ছদে নতুন রঙ নিয়ে। 

শাহ্‌ বাহাউদ্দিন শিশির
অটোয়া, কানাডা
ডিসেম্বর ২৯, ২০১৭

shah@royallepage.ca