অটোয়া, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
প্রগতিশীল ও সৃজনশীল সাহিত্য চর্চা আমাদের উদ্দেশ্য – কবির চৌধুরী

‘আশ্রমবিডিডটকম’ www.ashrambd.com ওয়েবসাইট, কানাডা থেকে প্রকাশিত একটি অনলাইন বাংলা সাহিত্য পত্রিকা। প্রবাসের এই ব্যস্ততম জীবনে ‘আশ্রম’-এর মত একটি সাহিত্য পত্রিকা প্রকাশ সম্ভব হচ্ছে, কিছু উৎসাহী সাহিত্যপ্রেমী মানুষ এবং লেখকদের কল্যাণে। আমরা প্রতিদিনই অনেকের কাছ থেকে লেখা পাই কিন্তু পর্যাপ্ত লোকবলের অভাবের কারণে লেখা পাওয়ার সাথে সাথেই তা প্রকাশ করা যাচ্ছে না। কারণ- আমাদেরকে লেখাগুলো পড়ে দেখতে হয়। এছাড়া আমরা লক্ষ্য করছি যে অনেকেই একটার পর একটা (প্রতিদিনই) লেখা পাঠাচ্ছেন। আশ্রমের প্রতি আপনাদের এই ভালবাসা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। কিন্তু লেখকের এবং লেখার বৈচিত্রের জন্য আমরা ১৫/২০ দিন পরপর একই লেখকের অন্য লেখা প্রকাশে আগ্রহী। আমরা সবাই অবগত যে, বিভিন্ন কারণে সব লেখা প্রকাশ করা যায় না। তাই পাঠানো লেখার কি হলো – তা জানতে চেয়ে আমাদেরকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবেন না কারণ লোকস্বল্পতার জন্য অমনোনিত লেখার ব্যাপারে লেখককে ইমেইল করে কিছু জানানো হয় না। যদি লেখা মনোনিত হয়- তবে ১০/১৫ দিনের মধ্যেই আশ্রমে প্রকাশিত হয় এবং প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা আমাদের ফেসবুক পেইজে শেয়ার করি এবং সম্মানিত লেখকের কাছে প্রকাশিত লেখার লিংক পাঠিয়ে দেই। প্রিয়  পাঠক এবং লেখকবৃন্দ, আপনাদের সহযোগিতাই প্রবাস থেকে প্রকাশিত বাংলা পত্রিকা “আশ্রমবিডিডটকম”-কে একটি সৃজনশীল ও মননশীল অনলাইন সাহিত্য পত্রিকা হিসেবে গড়ে তুলতে পারে। 

আশ্রমে লেখা পাঠাবার ইমেল এড্রেস এবং নিয়মাবলীঃ 
১) গল্প বা প্রবন্ধ কমপক্ষে ১০০০ শব্দের হতে হবে
২) কবিতা কমপক্ষে ১০০ শব্দের হতে হবে। কবিতা ছোট হলে কমপক্ষে ২ টি পাঠাতে হবে
৩) লেখাগুলো নতুন হতে হবে। অন্য কোন পত্রিকা (হার্ড কপি বা অনলাইনে) প্রকাশিত হলে তা না পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হল;
৪) লেখার সাথে লেখকের বর্তমান ঠিকানা, এবং একটি ফটো অবশ্যই পাঠাতে হবে
৫) লেখাগুলো অবশ্যই সৃজনশীল এবং মননশীল হতে হবে
৬) লেখাগুলো অবশ্যই সম্পাদক বরাবর ashrambanglamagazine@gmail.com পাঠাতে হবে
৭) লেখাগুলো অবশ্যই এম এস অফিস ওয়ার্ড অথবা ইমেইল বডিতে লিখে পাঠাতে হবে 
৮) লেখার জন্য কোন সম্মানি দেওয়া হয় না
৯) কোন লেখা ছাপা না হলে কর্তৃপক্ষ লেখককে জানাতে বাধ্য নয়
১০) লেখা প্রকাশিত হলে লেখকের কাছে লিংক পাঠানো হয়
১১) লেখা পাঠানোর ২ সপ্তাহের মধ্যে মনোনিত লেখা প্রকাশ করা হয়
১২) লেখা অবশ্যই লেখকের নিজস্ব ইমেইল এড্রেস থেকে পাঠাতে হবে।।

কানাডা থেকে প্রকাশিত অনলাইন বাংলা সাহিত্য পত্রিকা www.ashrambd.com ‘আশ্রমবিডিডটকম’  ওয়েবসাইটে প্রকাশিত লেখাগুলোর লিংক Ashram Bangla Magazine, Ottawa ফেসবুক পেইজে শেয়ার করা হয়।

কবির চৌধুরী
অটোয়া, কানাডা