অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ফিরে এসো - জান্নাতুল নাইম

তুমি ফিরে এসো এই শহরের পাতায় পাতায়।
শরতের কাঁচা সোনার রোদোজ্জ্বল মেপেল পাতায়।
ফিরে এসো নগরীর কোলাহল আর জনতার ভিড়ে।
কানাডার জাতীয় উৎসবে, 
প্রদর্শনীর মেলার সকল মানুষের অন্তরে।
সি. এন. ই.’ র (CNE) লোক সমাগমে, 
যুবার উন্মুক্ত উদ্যামে।
অতি উঁচু নাগরদোলার তিনশো ষাট ডিগ্রির দৃশ্য অবলোকনে। 

তুমি ফিরবে, ফিরতেই হবে যে  তোমাকে আবার!
যেমন করে না ফিরে উপায় থাকে না দুর্বার সৈনিকের!
যুগে যুগে ঘটে যাওয়া যুদ্ধাহত দেশের অর্থনৈতিক চালকের! নাবিকের! অস্থায়ী অভিবাসীদের!

তুমি ফিরে এসো নব নব আভরণে, 
প্রকৃতির ক্রমাগত পরিবর্তিত মরসুমে।
এক বসন্ত থেকে আরেক বসন্তে,
হারানো শরতের রঙ মেখে নতুন শরতে।
চাঁদের এক মাস থেকে অন্য মাসে নতুন পূর্ণরূপে।
এক প্রধানের শাসন থেকে অন্য শাসনের আসনে।
এক ঝড়ের তান্ডব থেকে মুক্তি পাওয়া, 
পুনরায় নির্মিত নতুন নীড়ে, বীরের দর্পে।
যেমন আসতে হয়েছিল ফিরে একাত্তরের পর স্বাধীন দেশের পতাকার মু্ক্তির আনন্দে।

জান্নাতুল নাইম
নর্থ ইয়োর্ক সেন্ট্রাল
টরন্টো, কানাডা