শারদীয়ার শুভেচ্ছা - শিরীন সাজি
অক্টোবর এ প্রকৃতি সাজে অন্য রকম এক সাজে। সেই সাজে সুন্দর আছে, সেই সাজে বিষাদ আছে! আছে বিদায়ের আয়োজন! এই সময়টাতে গোটা প্রকৃতি সাজে পাতাদের বদলে যাওয়া রঙে।এই অক্টোবরে ঝরা পাতাদের বৃষ্টি হয় এখানে! যদিও খুব বিষণ্ন হয় মন, তবু যাবার আগে এই যে রঙের মেলা,যেতে যেতে পাতারা ফিসফিস করে বলে যায় শীত ফুরালেই আবার আসছি।
সকাল শুরু হয় রবি ঠাকুরের গানে।
“আমার রাত পোহালো শারদ প্রাতে”
ফেইসবুকের পাতা জুড়ে পূজোর আনন্দ। বছর ঘুরে আবার ঢাক,শাঁখ বাজিয়ে পূজো শুরু হয়েছে।পৃথিবীর সবখানেই পূজোর আনন্দে ভাসছে মানুষ। প্রকৃতি আর মানুষের রঙ মিলেমিশে একাকার!
“তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
তব পূণ্য-কিরণ দিয়ে যাক মোর
মোহ-কালিমা ঘুচায়ে।”
আমাদের পৃথিবীটা আজ বিষাদগ্রস্ত।চারদিকে যুদ্ধ চলছে।সুসভ্য মানুষেরা মারণাস্ত্র বানিয়ে যুদ্ধ বাঁধিয়ে বাঁধিয়ে খেলছে পুরো মানবতার সাথে।কোথায় সভ্যতা? এটাই যদি হয় সভ্যতা তাহলে অসভ্যতা কোনটা? নির্বিচারে হত্যা চলছে। মানুষ মারছে মানুষকে! নিরাপরাধ নারী, শিশু, মানুষ! একবিংশ শতাব্দীতে এসে এই ভয়াবহ যুদ্ধ আর চাই না আমরা।
প্রার্থনা করছি যুদ্ধ বিগ্রহ, হিংসা বিবাদহীন এক সুন্দর পৃথিবী হোক। বিশ্ব মানবতার জয় হোক। সভ্যতা ফিরে পাক তার নিজস্ব সৌন্দর্য।
শারদীয়ার শুভেচ্ছা সবার জন্য।
শিরীন সাজি
সম্পাদক
আশ্রমবিডিডটকম
অটোয়া, কানাডা
-
নিবন্ধ // মতামত
-
22-10-2023
-
-