অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নীল তারা - হামিদা বানু

নেক অনেককাল  আগের স্বপ্নটা
মনে পড়ে যায়।

নীল তারাটা নেমে এসেছে, মনোরম 
দ্যুতি ছড়াচ্ছে ঘরে, উজ্বল 
প্রভায় নয়, মোমের স্নিগ্ধতায়।
জন্মলগ্নে মা স্বপ্ন দেখেছিলেন।

সেই আকাশলীনা স্বপ্ন আজীবন আমার 
ভেতরে কাব্য করে, সংগীতের প্রতিধ্বনি তোলে,
শান্ত স্হির নদীর জলে মৃদু ছন্দে, প্রার্থনার তন্ময়তায়, গভীর পাঠের অভিনিবেশে, বোধির 
সুষুপ্তিতে, দূর -দূরান্তে হাওয়ায় ভেসে আসে 
খেলা করে চেতনায় মননে।
স্মরণ করিয়ে দেয় আলোকিত পৃথিবীর বার্তা 
পৌঁছে দিতে জীবনে জীবনান্তরে॥

হামিদা বানু
টরন্টো, কানাডা