অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দেবতার পক্ষপাত - দেওয়ান সেলিম চৌধুরী

রীবেরে লয়ে খেলিছে খেলা, দেবতা আছে যত
তবু চেয়ে থাকা দেবতার পানে, তীর্থের কাকের মত।
দেবতার টনক কখনো নড়েনা, নেই কোন উচ্ছ্বাস
গরীব কেবলই গরীব থাকে, নিয়তির পরিহাস।
গরীবের কাঁধে ভর দিয়ে দিয়ে, দেবতার বেঁচে থাকা
গরীব যদি গরীব না থাকে, দেবতারা সব ফাঁকা।
আঁকড়ে ধরা গরীবের ধন, ধনীরা নেয় কেড়ে
সব দেখেও দেবতা নিরব, কখনো আসেনা তেড়ে।
এই পৃথিবীতে কত অবিচার চলিতেছে দিকে দিকে
দেবতার বর ধনীদের সাথে, তাই ধনীরাই আছে টিকে।

গরীবের কাফেলা দিনে দিনে বেড়ে, জনপদ উঠিছে ভরে
চলিছে পথ অসহায় সম, দেবতা দেবতা করে।
দেবতা ব্যস্ত ধনীদের লয়ে, কখনো দাড়ায়না ঘুরে
কত অবিচার চলিতেছে রোজ, পৃথিবী খানি জুড়ে।
ন্যায় বিচার না যদি করো, সরিয়া দাঁড়াও পথ
মিথ্যে আশায় করোনা বন্দি, ভাগ্যহীনের রথ।
জাগিয়া উঠুক এই পৃথিবীর যত ভক্তের প্রাণ
গরীবের কণ্ঠে জাগিয়া উঠুক, মুক্তির জয় গান।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা