অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অন্য মণ্ডপ - ফরিদ তালুকদার

কিছু কষ্ট ছাড়া নিজের বলে কিছুই এখন আমি আর ধরে রাখি না, রাখতে চাই না
আনন্দ?
হাসি?...
আছে
ওরাও আছে, অনেকদিন ধরেই পড়ে আছে অর্থহীন, ছাঁচে গড়া কোনো মৃৎপাত্রে! 

এক অগাধ জলতরঙ্গের আঁধারে জীবন খোঁজে  পানকৌড়ির পরান
আমি তখনো তরুণ ছিলাম, কিংবা যুবা, কিংবা ঐ...
হাট ভেঙে গেলেও দিনের নেড়ি কুকুর তার মায়াটুকু কখনো ছাড়তে পারে না
পড়ে থাকে, নিথর নিশি অবধি!

ঝলমলে ভোরের মতো কিছু বোধ, কিছু স্বপ্ন, কিছু প্রত্যয়, তখনো নাড়া দিয়ে যায়
মাঝে মাঝে কী মনে হয় জানিস?
মনে হয়---

আমি এখনো এক রূপকথার দাসত্বে বন্দী হয়ে আছি
যেখানে সত্য আর মিথ্যের কোনো তফাত নেই 
বিশ্বাস আর অবিশ্বাস পথ চলে একই গন্তব্যকে খুঁজে পেতে
সে এক পোড়ো ভূমি, অর্চনা হয়
অনাদিকালের তৃষ্ণা নিয়ে অবিরাম-
ভালোবাসা জ্বলে লেলিহান শিখায়!

ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা