নীলাঞ্জনা – চিরঞ্জীব সরকার
নীলাঞ্জনা,জগতের অধিকাংশ নীলপদ্ম তোমার কাছে
তারপরও তোমার চোখে নীলজল কেন?
এতো সেই অন্ধকার নীলজল,মায়মৃগ এতো নয়,এতো সেই মমতা
নিশীথের নিঃশব্দের মত,প্রদীপের কলঙ্কের মত
আহত ছায়া; যেদিন যুবক ছিলাম পৃথিবীর ঘাটে
খুঁজেছি নীলপদ্ম যেথায় থেমেছে চোখ
নিঝুম দ্বীপের ঝিনুককুড়ানো ছোকরাকে ডেকে বলেছিলাম
দেখেছ কি তুমি আমার নীলাঞ্জনাকে কখনও
এপথে ওপথে বা অন্য কোন পথে
দূর্গম পাহাড় কিংবা উৎফুল্ল সাগরে। শুধুই বিস্ময়!
দেখালো আমায় ও নীলসাগর,যে সাগরে রত্ন পেয়ে
নির্ধন হয় ধনী, কান্নারাও হাসে আবার মৃতরাও জেগে উঠে
সঞ্জীবনী সুরা পেয়ে।
আজো আমি ভাসছি নীল সাগরের বুকে আহত আশায়
যদি সেই নীলাঞ্জনা দেখি কোন এক ফেনিল ঢেউয়ে
যে কোন জগতে,অন্ধকার মশালের আশ্চর্য আলোতে।
চিরঞ্জীব সরকার
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
01-02-2020
-
-