একদা আমি সাহসকে বলেছিলাম- 'জেগে ওঠ'। তারপর রেসকোর্সের বিশাল মাঠ জনতরঙ্গের সমুদ্র হয়ে গেল। অনন্ত ঘুমঘোর ভেঙ্গে,স্বপ্নমোহ ফেলেজনতা ছুটে গেল 'অধিকার' নামে এক মৌলিক পাখির পিছু। আর আমাকে সাহস দিয়েছিলসেই ঐতিহাসিক উত্থিত তর্জনী, যা নিমিষে হয়ে গেল পৃথিবীর অদ্বিতীয় সাহসের প্রতীক। যেদিকে তাকালে ঢাকার রাজপথউত্থাল মিছিল হয়ে যেত। আজ আমাদের সাহস ঝড়ে আহত পাখির মতো অর্ধমৃতঅথচ একাত্তরে সাহস ছাড়া আমাদের আর কোন পুঁজি ছিলনা।আলম তৌহিদ কবি-প্রাবন্ধিক-গল্পকারবাংলাদেশ।
Ashram Bengali Magazine, Ottawa