সোমের কৌমুদী-র দু’টি ছড়া
স্বাধীনতার কথা
মার্চ এলেই মনে পড়ে সাত তারিখের ভাষণ
সেই লোকটি প্রিয় ছিল, বড্ড বেশি আপন।
মার্চ এলেই মনে পড়ে ভয়াল রাতের কথা
বুকের মাঝে ডুকরে উঠে স্বজন হারার ব্যথা।
মার্চ এলেই মনে পড়ে স্বাধীনতার কথা
দেশ পেয়েছি তোমার তরে,তুমি জাতির পিতা।
ভুলবে তোমায় এই বাংলার যে নরাধম লোক
পশুর চেয়ে অধম সে তো, ধ্বংস তাহার হোক।
বঙ্গবন্ধু তোমার কাছে ঋণের নেই তো শেষ
তোমায় ভালোবেসে আজো সবুজে শ্যামল দেশ।
লাল-সবুজের পতাকা
রঙধনুর রঙের আভা
দু’চোখ ভরে দেখছি,
খোলামাঠের মেঠো পথে
মনের সুখে হাঁটছি।
মায়ের ভাষা বাংলায়
মনের কথা বলছি,
বইয়ের পাতায় মা-কে
এই ভাষাতেই পড়ছি।
দেশটা আজ নিজেদের
আপন করে পেয়েছি,
লাল সবুজের পতাকাটা
বুকের মাঝে রেখেছি।
পতাকাটা পাবার পিছে
যাঁর শ্রেষ্ঠ অবদান,
তিনি জাতির জনক
শেখ মুজিবুর রহমান।
সোমের কৌমুদী । ঢাকা, বাংলাদেশ
-
মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষ
-
01-03-2020
-
-