অটোয়া, শনিবার ২৭ জুলাই, ২০২৪
বজ্রকণ্ঠ - এন.বি নিরব

বিশ্ববুকে নন্দিত তুমি বজ্রকণ্ঠ তোমার
স্বদেশ প্রেমে মানব তরে করেছো হুংকার। 

সংগ্রাম শ্লোগানে তুমি ছিলে দীপ্র হাতিয়ার
তোমার ধ্বনিতে ভীরুর বুকে জেগেছে সাহসের জোয়ার। 

তোমার তরে পরাধীন স্নায়ুতন্ত্রগুলো উঠেছে গর্জে
রুখতে পারেনি হায়েনা তাই ভীতিকর ধারালো অস্ত্রে।

রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে ধ্বনিত মুক্তির আহ্বানে 
শোষণের দাঁত ভাঙ্গা জবাব দিতে জেগেছে প্রাণ সংগ্রামে। 

স্বদেশ ব্রতে জীবন কেটেছে তোমার বারবার কারাবরণে
তবু থেমে যাওনি কবু তুমি স্বীয় স্বার্থের বন্ধনে।

রক্তক্ষয়ী সংগ্রাম ইতিহাসে সাহসের মূল প্রেরণা জনমনে
বজ্রকণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করেছো স্বাধীনতার জয়গানে।

তোমার বজ্রকণ্ঠের উদাত্ত আহ্বানে গোষ্ঠী গোত্র ভুলে
অস্ত্র সাজে স্বদেশ প্রেমে বীর বাঙালি দাঁড়ালো এক লাইনে।

চেতনায় শোষণমুক্ত জাতি বিনির্মানের দৃঢ় পণ প্রাণে
বঞ্চনা,লাঞ্চনা বাঙালি সয়বে না আর উদ্যম উন্নত শিরে।

সত্যের নেশায় শান্ত সুবোধ বাঙালির রক্তে জেগেছে উন্মাদনা 
বজ্রকণ্ঠের প্রতিছন্দে বাঙালি পেয়েছে শ্রেণিহীন পৃথিবীর প্রেষণা।

এন.বি নিরব । নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া