নজরুলমিষ্টি সুরে গানের গলাগানের পাখি বুলবুলনিজের গানে সুর লাগিয়েগেয়ে যেতেন নজরুল।গানের কবির মিষ্টি সুরেব্যাকুল করে তোলেক্লান্তি-জরা ভুলে গিয়েমন নাচিয়ে দোলে।গানের সুরে খোকাখুকিঘুমায় মায়ের কাঁখেদিনে-রাতে কলকলিয়েমাতাল করে রাখে।কবি নজরুলবাবরি চুলে বাঁশি মুখেলোকটা যেন কে সে?বিদ্রোহী সুর অগ্নিঝরেঅন্যায় গিয়ে ভেসে!অন্যায় জুলুম নিপীড়িতকলম ধরে পক্ষেমিটিং মিছিল প্রতিবাদেবের হয়ে যায় কক্ষে!লেটোর দলে শ্লোগান যুদ্ধেদাঁড়িয়ে যায় কোন ব্যক্তি?দুঃখভরা জীবন নিয়েকোথায় পায় সেই শক্তি!প্রেম-বিদ্রোহ গল্প লেখেনগান কবিতার বুলবুলচুরুলিয়ায় জন্ম নিলেনতিনি কবি নজরুল!আবু আফজাল সালেহ। চুয়াডাঙ্গা, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa