অটোয়া, শুক্রবার ২৯ মার্চ, ২০২৪
স্বপ্ন - রাজু কদমা

তুমি এসেছিলে তারা ভরা গভীর রাতে
এক অপরূপা হয়ে।
তোমার নীল শাড়িতে নক্ষত্র ভরা আকাশ
আঁচলে রুপালি চাঁদ।
তোমার হাতে রামধনু রঙের কাঁকন,
বাহুতে উঁকি দেওয়া গোলাপী ব্লাউজ
গলায় আধুনিক মডেলের হার;
কি অপরূপা সেজেছো তুমি!
তোমার ঠোঁটে সদ্য ফোটা গোলাপ
তোমার কপালের টিপ গোধূলি সূর্যের মতো
শোভা বাড়িয়ে চলেছে...
কাজল দীঘি চোখে কি অপরূপা লাগছে তোমাকে!
তোমার এলোকেশী বৈশাখী চুলের সুবাস
গায়ে হলুদ গন্ধ;
তুমি সেজেছো গাঁয়ের লজ্জাশীলা
বাসর ঘরের বধূর মতো। 
তোমার বুকের দিপদিপ আনন্দ
ঘোমটার আড়ালে রেখেছো ঢেকে।
তুমি এসে ধরলে জড়িয়ে
তোমার সেই প্রথম প্রেমের মতন;
আমার বুক কাঁপে ঢিপঢিপ!
এই প্রথম তোমায় স্পর্শ করলাম,
দুচোখ মেলে দেখি তুমি নেই!

রাজু কদমা
মণ্ডলকুলি, বাঁকুড়া
পশ্চিমবঙ্গ