অটোয়া, সোমবার ৭ এপ্রিল, ২০২৫
বর্ষা যখন - নূরুন্‌ নাহার

 

(উৎসর্গঃ বর্ষাস্নাত বাংলাদেশকে)

র্ষা যখন-
ঝরঝরিয়ে ঝরে সবুজ বনে,
মাকে তখন শুধুই পড়ে মনে।

বর্ষা যখন-
বছর ঘুরে আসে আমার গাঁয়ে,
ময়ূর তখন পাখা মেলে
নাচে নূপুর পায়ে।

বর্ষা যখন-
ঘনঘোরে আকাশ মেঘে ঢাকে,
বুকের মাঝে মনটা তখন
উদাস হয়ে থাকে।

বর্ষা যখন-
ফুটে ওঠে কদম-কেয়া ফুলে,
আমার তখন খুব আনন্দে
মন যে ওঠে দুলে।।

বাংলাদেশ
১লা আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ