একটা গাছ হওয়ার পরিকল্পনা অনেক দিন ধরেই মাথা কুপিয়ে পুঁতে রেখেছিলামতার পর আর কোনো তেমনভাবে তরারকি করার খেয়াল ছিল নাহঠাৎ সেদিন একটা পাখি বাসা বাঁধার জন্যআমার মাথা জুড়ে বসে পড়ল,আমার সেই মাথায় পুঁতে রাখা গাছের পরিকল্পনা আজ সবুজ দুটো পাতা মেলে পাখিটাকে বসতে দিলধীরে ধীরে পাখির আস্তানার জন্য একটা গাছ হয়ে উঠতে লাগলামআর পাখির সাথে দিব্যি সংসারে মজে উঠার স্বপ্নে পাগল হতে লাগলামআমার গাছশরীরের সারা ডালে পাখির চঞ্চল ডানার বাতাস ভরে উঠতে লাগলআর আমি এক একটা নতুন ভোরের প্রার্থনা করতে থাকলামকারণ আমার মাথায় পাখির অবুঝ কুজনথেকে খসে পড়তে থাকল এক নতুন হৃৎপিণ্ড৷চঞ্চুর মত খুপে নেয়া দানায় আমি নিজেকে হারিয়ে ফেলতে ফেলতেবিশাল একটা বনরাজির ভেতর পাখিদের আনন্দ লিখতে থাকলামপাখির ডানায় নিঃশব্দ অন্ধকারেএকলা পথের ভিখিরি হয়ে সমস্ত আমিত্বেরজামবাটি শূন্য করে বিলীন হয়ে যেতেইএকটা গাছের পরিকল্পনায় মশগুল হয়েপাখির মত মুক্ত মনে উড়তে চাইলাম---বটের ছায়া গিলে বটফলের লাল রঙে রঙিনলালসার খিদে মেটাতে...হরেকৃষ্ণ দে গ্রাম পোঃপিড়রাবনীজেলাঃ বাঁকুড়া পশ্চিমবঙ্গ
Ashram Bengali Magazine, Ottawa