অটোয়া, রবিবার ৩১ আগস্ট, ২০২৫
সুরজিৎ দাশগুপ্ত-র দু’টি কবিতা

নৈকট্য ও মৃত্যু
ঙুলে আঙুল জড়িয়ে
কত কাছাকাছি যাওয়া যায়?
শরীর যেমন জেগে থাকে ঘুমের ভেতর
গোপন কামরায় বোধহয়
যাওয়া হয়নি কখনোই।

বুকের ভেতর যখন প্রবল বৃষ্টিপাত
টিনের চালে বিরামহীন শব্দ
কে যেন দামামা বাজিয়ে হেঁকে যায়।

এবারের প্রস্তুতি শুধু শেষতম যুদ্ধের জন্য।

একলা সকাল
খন আমার একলা সকাল
গাছের বুকে রৌদ্র
এখন আমি একলা আমি
রাত্রি দুপুর সমান

এখন আমি একলা রাজা
বুকে গোলাপ হৃদয়
সাদা দেওয়াল স্বপ্ন সাদা
একলা বসে থাকা

পাঁজর জুড়ে পেরেক গাঁথা
রক্ত জমে কালো
ক্রমাগত গাঁইতি হানায়
গর্ত জমকালো!

সুরজিৎ দাশগুপ্ত
কানপুর, উত্তর প্রদেশ