অটোয়া, শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪
কবি আর তার কবিতা -বজলুস শহীদ

মি আজ এক কবির কথা বলছি
যে কবি কোনো দিনই কাব্য লিখেনি, 
শুধুই কবিতা লিখেছেন
পড়িয়েছেন হাজারো কবিতা।

আমি আজ এক চিত্রকরের কথা বলছি- 
যার তুলিতে জীবন্ত হয়ে আছে ঘাসফুল, 
ভোরের শিশির আর জোৎস্নার সুস্নিগ্ধ ভালবাসা।  

আমি  এক মুক্তিযোদ্ধার কথা বলছি, 
যিনি আজও স্বপ্ন দেখেন অসম্ভব 
সুন্দর  এক বাংলাদেশের।

আমি এক বাঁশিওয়ালার  কথা বলছি,যিনি 
বাঁশ থেকে সারাটি জীবন বানিয়েছেন বাঁশি 
আর তার বাদকদের হাতে তুলে দিয়ে বলেছেন-
বাজাও প্রতিবাদী সুর, জাগাও বিশ্ব,ঘুমন্ত পৃথিবী।

আমি এক স্বপ্নদ্রষ্টা কবির কথা বলছি,
যিনি ঘুমের মধ্যেও পড়ছেন বলাকা,
অগ্নিবীণা আর ওমর খৈয়াম।

কারণ- তিনি কবি তিনি জেগে আছেন।।

বজলুস শহীদ
২৪.০৭.২০১৯
অটোয়া