দেয়ালের টিকটিকিটার তন্বী শরীরেহাই সোসাইটির ডিস্টেম্পার!সদ্য যৌবনের যুক্তিহীন নিতম্ব-কমলা রঙের ঢেউপোয়াতি সাদাকালো বেড়ালবিস্ময়ে গিলে খায় টিকটিকির অস্থির ছায়া!কয়েকটি নির্বোধ পিঁপড়ে সফেদ টিউবলাইটেরবরফ-উষ্ণ শরীর বেয়ে শব্দহীন শব্দেরশব্দিত খেলার নেশায় মেতেছে,টিকটিকি দেয়ালের অভিজাত তরঙ্গেনিজের আভিজাত্যকে অভিযোজিত করেঅমসৃণ লেজ নাড়ায় উদ্দীপিত অগ্নি কুঞ্জেচপল-চঞ্চল ; নীলশাড়িতে ঢাকাঅভিজাত ডিম লাইট'র আড়াল!কয়েকটি কাগজের ফুল-দামি পর্দার ফাঁকেফাঁস দিয়ে ঝুলে আছে কবেবন্ধ্য সন্ধ্যার নিথর শরীর-ভেজা চোখ!দেয়ালের রঙচটা কোণে জয়নুলের দুর্ভিক্ষেরচিত্র-বেড়ালের কলিজায় ঘাই তোলে!চন্দনের পালঙ্কে দাঁতাল ইঁদুরের কুটকুট শব্দনিঃসীম গোরের নির্জনতা!টুপ করে ঝরে পড়ে অতি সংগোপনেবেড়ালের চোখ থেকে এক ফোঁটা অনলজলপিঁপড়ের আহ্লাদী কামড়ে টিকটিকি খসায়তার অহংকারী যৌবনি লেজটিউব লাইট হারায় তার বরফ সাদা আলোঅদ্ভুত আঁধারে খেলে বেড়াল আর টিকটিকিনিজের ভেতর ছায়ার ভেতরহলুদ দেয়ালের অন্তর্গত প্রাণহীন নিস্পন্দকালো কয়লার শরীরে !দেখে বিকলাঙ্গ কাঁঠালি চাপার শরীরঅভিজাত অসুয়ার সাথে অস্পৃশ্য সংগমে মত্তচোরাই রোদের সুবর্ণ ঠোটে অসুরের চুম্বনযৌবতী বকুলের অস্ফুট যৌবননীল নীল প্রজাপতির মতোমৃত্তিকার দহনকুঞ্জে অন্তহীন মৃত্যুর মতোইঅবিরাম মিশে যেতে চায়!মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল
Ashram Bengali Magazine, Ottawa