অটোয়া, বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪
জীবনের কথা মনের কথা -ওয়াজিউল হক শরীফ

কাছের কিংবা শুভাকাঙ্ক্ষীদের প্রতি 
আমার কোন অভিযোগ নেই কোন অভিমান নেই
আমাকে কারোর মনে রাখার দরকার নেই। 

আমাকে নিয়ে কোন আফসোস কোন কষ্ট 
কোন দুঃখ করার প্রয়োজন নেই 
আমিই বরং কামনা করব সবাই সু্খে থাক।

সবকিছু ভুলে মোর সুখস্মৃতি দুঃখ যন্ত্রনার ভার
আমাকেই বহন করতে দাও
বেদনার বালুচরে বসে আমাকে নিয়ে 
কোন অনুশোচনার প্রয়োজন নেই। 

সেই নদী সেই মেঠোপথে আমি আর
যেতে চাই না 
সেই শহর সেই টকিজের কথা 
আর মনে রাখার প্রয়োজন নেই
সেই মমতার ঘ্রাণ আর কাছে টানার দরকার নেই। 

খরস্রোতা নদীর ঢেউয়ের মত হারিয়ে গেছে 
নয়নের বারিধারা 
চিরদিনের জন্য হারিয়ে গেছে স্বপ্নের শুকতারা
আর কোন দু্ঃখ যন্ত্রনা আমাকে কষ্ট দেয় না।

সেই দুরন্ত রাখাল বালকের প্রতিচ্ছবি হয়ে 
আবেগ মিশ্রিত স্বপ্নের ভুবনে একাই বিচরণ করব।

নিয়তির হাত কাউকে কাংখিত গন্তব্যে যেতে দেয় না
জীবনের গতিপথ বাঁকে বাঁকে থেমে যায়  
কখনও পরিবর্তিত হয়ে বদলে যায় 
মাঝরাতের চাঁদের আলোয় আর কোনদিন কাউকে 
অপলক দৃষ্টিতে দেখা যাবে না। 

সব স্মৃতি মনে রাখার দরকার নেই 
যে স্মৃতিগুলো মনকে আলোড়িত করে 
ক্ষনে ক্ষনে শিহরিত করবে
সেটাই মনে করবে জীবনের সবচেয়ে প্রিয় ভালবাসা। 

কোন কোলাহল পরিবেশে ভালবাসার অনুভূতি প্রকাশ করার দরকার নেই 
শুধু একান্তে নিরবে নিভৃতে মনের গহীনে পরম ভালোবাসাকে সারাজীবন আগলে রেখ।

কখনও কাছে ডেকে ভালবাসাকে ছোট করার 
দরকার নেই 
দুর থেকে নিরবে নিভৃতে মনের গভীরে 
লালিত ভালবাসায় পরিপূর্ণ হোক স্বপ্নের ঠিকানা।

জীবন স্মৃতির আবেগ ভরা অনুভুতিগুলো
কখনোই ভুলে যাওয়ার নয়
তাই সেগুলো চেয়ে নিলাম কষ্ট পেলেও আমার জন্য 
সেখানেই শান্তনা খুঁজে পাবো অন্য কিছু নয়।

কোন একদিন স্বপ্নের ভেলায় চড়ে চলে যাবো 
সুন্দর এই পৃথিবী ছেড়ে পরপার হয়ে যাবো অঙ্গার
থাকবে না কোন অভিযোগ অভিমান 
সবকিছু মিলিয়ে হয়ে যাবে একাকার। 

ওয়াজিউল হক শরীফ । ঢাকা, বাংলাদেশ