ব্যবচ্ছেদওলট-পালট করে দেখি হাতের তালু রেখাসিথানের আঙিনায় সেফালি ফোঁটানো কোন রাতফিরে আসে বারবার আততায়ী রূপেক্ষুব্ধতা নেই কোনদেহ কোষের বিভাজন স্রোতে ডাকে ব্যাথার প্লাবনআসেনি যে কোনদিন তাকেই বিদায় জানাই প্রতি সায়াহ্নের বেলাকবিতার তীর্থে জেগে উঠা এক ভবঘুরে নিশার আলস্য ভেঙে হঠাৎ ঝর্ণাকে শুধায় কখনো কি শুনেছো তুমি পিছনের ডাকপাথরের বুক ছুঁয়ে জলের ঠুমরী তোলানিরবধি ঝর্ণার গান বলে আমার জন্ম যে শুধু মোহনাকে পাওয়ারসোনারু মননের উঠোনে হয়বুনো ভালোবাসার সুচারু ব্যবচ্ছেদদিক ভ্রান্ত নই তবুছুটে চলি নিয়তইপ্রেমাগ্নি কুন্ডলে সাজায়ে বাসরসময়ের শাসন ভাঙে ভালোবাসার পূরণ অভিধানতমসার হাতছানি হয়েতারুণ্যকে কাছে ডাকেহৃদয়ের গহীন পারাপার এ সবই যে তোর অবদানভালো থাকিস জাহ্নবী..!!নির্নিমেষ স্তব্ধতা প্রতীক্ষা নেই কোন আরমনে পড়ে না কোন নামঈশ্বর যপমালা, মানুষ কিংবা অন্য কিছু মৃত্যু সমান এক ভালোবাসাহাতিয়ার তুলে ধরে মাথার উপর প্রতারক মঞ্চের প্রহসনেঅসহ্য সব পৃথিবীর আলোলাইলাকের শেষ স্নিগ্ধতা নিয়েপথিক শূন্য পথ পাড়ি দেয় অগুনিত শস্যক্ষেত কুয়াশার চাদরে ঢেকে যাওয়া সবুজের প্লাবনে ঢেউ তোলে নিশাচর বেহালার সুরচৌচির অধরে অস্ফুট থাকে শোকার্ত স্তবকএকটু থামো মহাকালএখনই তো সময় সত্যের উচ্চারণে করে নেইমানব জনমে গাঁথা মিথ্যের নির্বাণহাজার জন্মের বিভৎসতা কুড়িয়ে নিজের পাওনাটাকেই শুধুযে বুঝে নিতে চায় সীমাহীন নগ্নতায়..!মায়ার পৃথিবীর চোখে একফোঁটা জল রেখেএখানেই তাই থেমে যাক বিগত সময়ের সব কোলাহল।।ফরিদ তালুকদার । টরন্টো, কানাডা
Ashram Bengali Magazine, Ottawa