এরই নাম কি সভ্য সমাজ?যেখানে প্রতিনিয়ত নারীদেরমান - সন্মান হয় ভুলুণ্ঠিত।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে বেকার যুবকেরাচাকরি না পেয়ে করেআত্মহত্যা।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে গরীব মানুষের পেটেদুবেলা দুমুঠো জোটে না অন্ন।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে সর্বত্র চলে ঘুষেররাজত্ব।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে প্রতিটা ক্ষেত্রে স্বমহিমায়বিরাজ করছে দুর্নীতি।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে শুধু চলছে টাকারদাপট।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে মানবিকতার মেলেনা দেখা।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে প্রায় সবাই বাঁচে,স্বার্থপরের মতো।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে এখনো বহালতবিয়তে আছে পণপ্রথারমতো বিষাক্ত প্রথা।এরই নাম কি সভ্য সমাজ?যেখানে অবাধে কন্যাভ্রূণ হত্যা চলে।এই সমাজকে কি আদৌ বলাচলে সভ্য?সভ্য?সভ্য?শিবব্রত গুহ । কোলকাতা, ভারত
Ashram Bengali Magazine, Ottawa