হঠাৎ অবসরে কিংবা কর্মকোলাহল মাঝে মনে পড়ে ফেলে আসা সোমেশ্বরী নদী- প্রিয় সোমেশ্বরী, জানি আর কখনো হবে না ফেরা তোমার মত্ত যৌবনে, হয়ত ভাটার টান তবু আশা জাগে মনে ফিরে যাই কৈশোরে আবার উন্মন উতল হাওয়ায় তুমি আমি ভাসি একসাথে। প্রিয় সোমেশ্বরী, আজও তোমার কুঞ্চিত বার্ধক্য মূলে খুঁজে ফিরি অপার সম্ভাবনা, আগামীর প্রতিশ্রুত রূপোলী জলের স্রোত- দেখো, কি অদ্ভুত স্বপ্নাতুর জীবন আমার ভেসে বেড়ায় নাগরিক নষ্টাজীবন সোঁতে !শেখ মোহাম্মদ হাসানূর কবীর । ঢাকা, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa