অটোয়া, রবিবার ৩১ আগস্ট, ২০২৫
হারাচ্ছি নিয়ন্ত্রণ - আমিনুল ইসলাম মিন্টু

দাদুর কাছে শুনতাম যখন
ডাইনি বুড়ির গল্প,
মনটা আমার ভয়ে তখন
কাঁপতো অল্প স্বল্প।

জোনাকির আলো যখন
হতো কাছা কাছি,
মনটা আমার বলতো তখন
করি নাচা নাচি।

ঝিঁঝিঁ পোকা আর খেক শিয়ালে
করতো ডাকাডাকি,
আম্মু তখন ভয় দেখাতো-
বলতো ডাকবো নাকি।

বাবা আমায় গল্প পড়ে
শুনাতেন যে কত,
আম্মু আমায় কোলে করে
গান শুনাতো যত।

মেজ ভাইয়ের আলমারীতে
 থাকতো কত বই,
এখন খুঁজি ঐ বাড়িতে
গল্পের বই কই।

কবিতা আর গান শুনাতো
ছোট আপা কতো,
নজরুলের ভক্ত ছিল
দেখছি কত শত।

এখন বুঝি নেই কবিতা
 নেই যে উপন্যাস,
ফেসবুকে তে যুব সমাজ তাই 
করছে মনো নিবাস।

বিজ্ঞানময় এই যুগে আমি
পাইনা কোন কিছু,
অতিরিক্ত এই রূপ সজ্জায়
অমঙ্গল নিচ্ছে পিছু।

ষ্টার জালসা আর জি বাংলা
দেখছে ঘরের বউ,
স্বামী সন্তান কোথায় আছে
খবর রাখেনা কেউ।

হাতে হাতে হচ্ছে মোবাইল
এই আধুনিক যুগে,
সব কিছু আজ আছে আমার
যুবক ভাইদের লগে।

দিচ্ছি না দোষ বিজ্ঞানের ঐ
অসাধ্য সাধনের,
তাদের জন্যই দুনিয়া আজ
অনেক আনন্দের।

আমরা তা সঠিক পথে 
চালাচ্ছি আর ক জন,
আমাদেরই ভুল রথে আজ
হারাচ্ছে নিয়ন্ত্রণ।

আমিনুল ইসলাম মিন্টু। সিরাজগঞ্জ, বাংলাদেশ