৩রা চৈত্রবসন্তের ভরপুর মৌসুমগাঁয়ের কৃষ্ণচূড়া গাছে আবির রঙয়ের ফুলবিহঙ্গের কলকাকলিশিমুল গাছের শাখাগ্রে রক্তিম প্রসূনএক ফোঁটা শিশিরের জন্য প্রভাত বেলা খগের মেলাসজিনা গাছে শুভ্র কুসুমলাউয়ের কচি ডগা মেলেছে রঙনভারপলাশ পুষ্প ছড়ায় খুশির প্রভাবিহান কালে মল্লী চাঁপাসায়ন্তনে চামেলিমধূলেহ আজ ব্যস্ত এই ফুল ওই ফুলে ছুটেশাখি আবডালে পিকের মধুর কুহূতানএই সব আয়োজনে যেনো এনে দিল পূর্ণতাসায়রা খাতুনের কোলে এলো খুশির বন্যা নিয়ে খোকামীম মিজানএম. ফিল গবেষকফারসি ভাষা ও সাহিত্য বিভাগরাজশাহী বিশ্ববিদ্যালয়।
Ashram Bengali Magazine, Ottawa