অটোয়া, মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪
আয়োজনে পূর্ণতা - মীম মিজান

৩রা চৈত্র
বসন্তের ভরপুর মৌসুম
গাঁয়ের কৃষ্ণচূড়া গাছে আবির রঙয়ের ফুল
বিহঙ্গের কলকাকলি
শিমুল গাছের শাখাগ্রে রক্তিম প্রসূন
এক ফোঁটা শিশিরের জন্য প্রভাত বেলা খগের মেলা
সজিনা গাছে শুভ্র কুসুম
লাউয়ের কচি ডগা মেলেছে রঙনভার
পলাশ পুষ্প ছড়ায় খুশির প্রভা
বিহান কালে মল্লী চাঁপা
সায়ন্তনে চামেলি
মধূলেহ আজ ব্যস্ত এই ফুল ওই ফুলে ছুটে
শাখি আবডালে পিকের মধুর কুহূতান
এই সব আয়োজনে যেনো এনে দিল পূর্ণতা
সায়রা খাতুনের কোলে এলো খুশির বন্যা নিয়ে খোকা

মীম মিজান
এম. ফিল গবেষক
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।