পিতা – কবির চৌধুরী
পিতা-
সময়ের ডাকে সারা দিয়ে
তুমি এসেছিলে
আজ থেকে শতবছর আগে
আমাদেরকে শৃঙ্খলমুক্ত করবে বলে...
পিতা-
তুমি শৃঙ্খলমুক্ত করেছ বটে
কিন্তু…
এখনো আমরা শোষিত হচ্ছি শোষকের হাতে!
বাংলাকে নিয়ে তোমার স্বপ্নগুলো
রয়ে গেছে দিগন্তের ওপাড়ে---
তবে কথা দিলাম-
আবার যখন আসবে তুমি…
শতবছর পরে বাংলার বুকে
আমরা তৈরী থাকবো
তোমাকে স্বাগত জানাতে
আপন ভেবে…
জাতির পিতা হিসাবে
সবকিছু উজাড় করে
তোমারই সোনার বাংলায়…
-সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা।
কবির চৌধুরী । অটোয়া, কানাডা
-
মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষ
-
16-03-2020
-
-