সবই অস্থির – বেলাল উদ্দিন
শুরু চীনের উহানে ব্যতিব্যস্ত তারা,
কেমনে তারা করিল জয় ভেবেও না পায়।
রফতানি হলো সুদূর ইটালী টায়,
কেমনে কীভাবে সবাই বলে সংক্রমন আর ছোঁয়ায়।
নিমিষেই ছড়িয়ে গেল গোটা বিশ্বে,
শুরু হলো কোয়ারান্টাইন, আইসোলেশন কতকি?
বুঝতে আর বুঝাতে দিন হলো কিছু গত,
এমনিভাবে হয়ে গেলাম বেশামাল যত।
হাসপাতালে গেলে রোগী কাঁপছে সবাই দিকবিদিক চেয়ে,
মৃত্যুর পয়গাম আসবে ভাবে নিশ্চিত।
আমেরিকা রাশিয়া পশ্চিমারা ভাবতো তারা মহাশক্তিধর,
করোনা -১৯ অদৃশ্য বোমার গর্জনহীন আঘাতে আপনগৃহে অবস্থা মরমর।
চেয়ে আছে আকাশপানে নাই যে কোন খবর,
বেড়ে চলেছে মৃত্যুর মিছিল কাতারে কাতার।
কার্ফিউ জারি করে করতে হতো গৃহবন্দী,
বিশ্ববাসী দেখো এবার হয়ে গেছো পুরো প্রতিবন্ধী।
শক্তির ঠেলায় গরীব,খেটে খাওয়া মানব হত নাকাল,
কবিড-১৯ উত্তাপে বুঝছে তোমরা অবস্থা বেহাল।
ধর্ম মানো না, আচার মানো না করো অত্যাচার,
বলে বেড়াও সন্ত্রাস নির্মূল করছো তুমি শান্তির সমাহার।
বিশ্বায়নের বুলি বলে এক করতে চাও,
আসল কথা পুঁজির সাম্রাজ্যবাদ বিস্তার আর শোষণ।
আসি সবাই নীতির পথে, এক বিশ্বনিয়ন্তার আওতায়,
সাদা-কালো, ধনী-গরীব ভেদাভেদ ভূলে হয়ে যাই একাকার।
দোয়া চাই গো মহান এলাহী তুমি যে এক,
তোমার কৃপায় বাঁচিয়ে রাখো তোমার গোলাম মানবকূল।
বেলাল উদ্দিন । সিলেট, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
30-03-2020
-
-