অটোয়া, শনিবার ২০ এপ্রিল, ২০২৪
সত্য ও বিধাতা – দেওয়ান সেলিম চৌধুরী

তিহাসে মানুষ ছিল, গোটা কয়জনা
ধর্ম্মান্ধ ছিলনা তারা, ছিল মুক্তমনা।
ঘরে বসে বসে, নিদ্রাবিহীন অংক কষে
সমস্ত আকাশখানি উলঙ্গ চোখে চষে
দেখিল, পৃথিবীটা ঘুরিতেছে সূর্যের চারপাশে।
একথা শুনিয়া গর্জিয়া উঠিল ধর্ম্মভীরু প্রান
সূর্য থেকে বালি উত্তপ্ত, রাখিতে ধর্ম্মের মান
মূর্খরা সব করিল শপথ, রুধিতে হইবে পথ
যে ভাবেই হোক বদল করিবে মুক্তমনার মত।
ধর্ম্মজ্ঞানই সব চেয়ে বড়, রহিবেও অম্লান
পৃথিবী রহিবে চিরস্থির, সূর্য চলমান।
সব কিছু দেখে, গ্যালিলিও শেষে, নতজানু বেশে
মেনে নিল নিজ ভুল
মনে মনে শুধু বলেছিল হেসে
বিধাতা চাহিলেও নড়িবেনা একচুল।
ব্রুনো কখনো হয় নাই নত, উন্নত ছিল শির
বিশ্বাসীদের প্রচন্ড চাপে, নিজেকে রেখেছে স্থির।
নরকের যত শাস্তি ছিল, দিল চাপায়ে তার
হাসি মুখে সব করিয়া বরণ, ব্রুনো ছিল নির্বিকার।
বিধাতাকে করিতে খুশি, যত বিশ্বাসী, হয়ে উল্লাসী
ব্রুনোর শরীরে আগুন ধরায়ে হাসিল তৃপ্তির হাসি।
বিধাতা কখনো করেনা কিছু, কোন এককের লাগি
হাজার মিথ্যা এক হয়ে গেলে, বিধাতাও উঠে জাগি।
ব্রুনো পুড়িলো সত্যের লাগি, বিধাতা দেখিল চাহি
কোন সত্যকে খুঁজিছ তুমি, সত্য কোথাও নাহি।

দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা