তুমি ঘুমন্ত নির্বিকার - দেওয়ান সেলিম চৌধুরী
ইসমাঈলের জীবন বাঁচাতে, দিলে বলিদান নিরপরাধী প্রাণ
তোমার কারণেই নিরীহ প্রাণী, আজো হয় কোরবান।
ছালেহ নবীর উটের পা, যারা কাটিয়া করিলো ভাগ
সেই সামুদ জাতীকে ধ্বংস করে, ঝাড়িলে তোমার রাগ।
তোমার চোখে জীবের কষ্ট, সীমাহীন অপরাধ
তাইতো তুমি করো নাই ক্ষমা, মুছে দিলে সেই জাত।
অথচ গাজায় দেখো মানুষ মারিয়া করিতেছে একাকার
অবলা নারী, অবুঝ শিশু, করিতেছে আহাকার।
না আছে খাদ্য, না আছে সাধ্য, মাথা গোজার ঠাই
অজানা আশংকায় কাঁপিতেছে বুক, চারিপাশে কেহ নাই।
তাই বিধাতা বিধাতা করে, ডাকিতেছে করুণ সুরে
তৃষ্ণার এক ফোঁটা জল, তাও নেই ঘরে।
তবুও জ্বালিয়ে রেখেছে আশার প্রদীপ, বিশ্বাসে ভর করে
বিধাতা আনিবে সুখের আলো, ভাগ্যহীনের ঘরে।
অজানা আশংকায় মা বসে আছে, সন্তানেরে ঘিরে
বোমার আঘাতে তাদের মাঝে, কে যে যাবে উড়ে
অনিশ্চিয়তায় ‘মা’ তার সন্তানেরে, দেখে নেয় বারে বারে।
তুমিতো আজো তাকাওনি প্রভু, অবলার পানে ফিরেও
তোমার নবীর উটের চেয়েও, কমদামী কি তারা?
তাই বিবেক তোমায় দেয়নি সাড়া, ঝড়েনি করুণাধারা?
নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো একবার
বিধাতা নামে করে গেছ কত, মন গড়া কারবার?
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
06-04-2025
-
-