আমরা নাকি কিছুই বুঝি নাতাই আমরা সমাজের ব্রাত্য, বিবেকের দরজায় কড়া নাড়িআমরা কথা বলি সত্যতাই সমাজের কাছে ব্রাত্য। আমরা বলি স্বাধীনতা ভালো স্বেচ্ছাচারিতা নয়; প্রতিবাদ করি,তাই আমরা সমাজের কাছ ব্রাত্য। আমরাও সমাজে আধুনিক কিন্তু রক্ষনশীলতায় বিশ্বাসী;দৃষ্টি কটু তায় ঘোর বিরোধী, তাই আমরা সমাজের কাছে ব্রাত্য। আমরা বিকৃত মানসিকতার শতবার বিরোধী ;সুস্থ - বিবেক বুদ্ধির সহযোগিসকল কর্মের উৎসাহী দাতাবিবেক বিসর্জন দিয়ে নয়।কালি শূন্য হীরের কলম মূল্যহীন;বিবেকবুদ্ধি শূন্য জীবন মনুষ্যত্ব হীন, আমরা সারস্বত বাণীর বিশ্বাসী। আমরা বিবেকের দরজায় কড়া নাড়ি, তাই আমরা সমাজের ব্রাত্য।।ডাঃ সুভাষ চন্দ্র সরকারমাটিয়া, উত্তর চব্বিশ পরগণাপশ্চিম বঙ্গ
Ashram Bengali Magazine, Ottawa