অটোয়া, শনিবার ২৭ জুলাই, ২০২৪
স্বীকারোক্তি খোলাপাতায় - ফরিদ তালুকদার

নিয়তির ঘরে সদ্য ফোটা গোলাপের বিদায় ব্যাথার কোনো উদযাপন হয় না
হতে পারে না তার কোনো জন্মোৎসব-ও
এক শূণ্যতার ঘোরে নিশিদিন!---

আমি তো কোনো প্রমিথিউস নই
ভুল আর ভস্মে ভরা- 
এক সাধারণ মানবীর গর্ভজাত এক সাধারণ মানুষ
ধমনীর স্রোতে অহর্নিশ বয় আবেগের মাদক
জানতে পারি না কখন মাত্রাহীন ভালোবাসায় মিশে যায়  প্রাণহারী বিষ
এক ফুটন্ত কুঁড়ির কাছে শিখতে শিখতে হারিয়ে ফেলি আমূল, প্রাণসঞ্চারী সব মায়ার শিকড়!

সবটাই তো আর ভাগার নয়
পাতায় পাতায় ওঠা মর্মরের মতো পায়ের আওয়াজ তুলে ভরা জোছনায়-
এখনো তো ইতস্তত ঘুরে বেড়ায় কতো শুদ্ধ হৃদয় 
তবুও কী  ভীষণ বিরক্তিকর এই জঞ্জাল, কী নিদারুণ নিত্য এই ফিরে ফিরে আসা
আর কেউ নয়, আপরাধী শুধু যে আমিই আদ্যপান্ত
কী অসহ্য আপাদমস্তকের এই বুনিয়াদ, মুখোমুখি প্রতিদিন একই অবয়বের!

আত্ম ঘৃণার মূলে প্রতি প্রত্যুষে উসকে দেই আগুন, বলি-
তুমি আর-ও পুড়তে শিখ আত্ম সত্তা
হৃদয় ক্ষরণে ডুবতে ডুবতে-
মায়াবী কষ্টের পুষ্পউদ্যানে একবার অন্ততঃ হোক তোমার শুদ্ধতার স্নান!

ভোর হবে, দীপ জ্বলবে---
উর্বর আর্তনাদে নিরন্তর নিরবধি  তারপর-ও, করে যাবে সেই ব্যাথার চাষ!
এক অবিনশ্বর আলোর তৃষ্ণায় অবিরাম হোক তোমার পথ চলা, উদভ্রান্ত মরমের বন্দর থেকে বন্দরে!---

('নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from 'Starless Night Sky')

ফরিদ তালুকদার 
টরন্টো, কানাডা