পাঁজরের ফ্রেমে বাঁধা মহাপুরুষের ছবি - শেখ মোহাম্মদ হাসানূর কবীর
পয়তাল্লিশ বছর আগে-
সুন্দরপুর গ্রামে আমরা থাকতাম।
গ্রামের নাম সুন্দরপুর,
আহা! কি সুখী একটি গ্রামের নাম,
কিন্তু সুখ বলতে ঐ নাম টুকুই
আদতে সুন্দরপুর ছিল পূর্ববাংলার এক দরিদ্রতম বসতি।
বাবা ছিলেন নিম্ন বেতনের সরকারী আমলা,
মাটির দেয়াল ঘেরা একটি ছোট্ট বাড়িতে
আমরা থাকতাম,
আসবাব বলতে তেমন কিছু ছিল না আমাদের
কেবল দেয়ালে শোভা পেত এক মহাপুরুষের ছবি;
বাবাকে দেখতাম সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে বাড়ি ফিরে
মহাপুরুষটির সামনে এসে দাঁড়াতেন,
কি আশ্চর্য! মহাপুরুষটি যেন বাবার সমস্ত কষ্ট বেদনা ক্লান্তি
নিমেষেই মুছে দিত।
বাবা আজ নেই,
সুন্দরপুর ছেড়ে সাত সমুদ্দুর তেরনদী পেরিয়ে
আজ আমি ভিনদেশি এক মধ্যবয়সী যুবক,
বাবার স্মৃতি ভিটেমাটি ফেলে এসেছি গ্রামে;
প্রয়োজন ফুরিয়ে গেছে সব কিছুর।
স্মৃতি কাতরতায় ভুগবো বলে
শুধু পাঁজরের ফ্রেমে বাঁধা মহাপুরুষের ছবিটি নিয়ে এসেছি প্রবাসে,
যা আজও অক্ষত অমলিন।
প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-
তুমি র’বে বাঙালির বুকে ধলেশ্বরী কিংবা ভাগীরথীসম, সতত প্রবাহমান।
শেখ মোহাম্মদ হাসানূর কবীর । সাভার, ঢাকা
-
মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষ
-
01-03-2020
-
-