অটোয়া, বুধবার ১২ মার্চ, ২০২৫
মুখোশের সুরেলা বাদ্যযন্ত্র - এম এ ওয়াজেদ

স্তুবাদিতার উৎকট আফ্রিকীয় অ্যালার্জি 
প্লাবিত করে সনদবিহীন ভাসমান পিতৃত্ব 
অসুস্থতার অপরাধী বয়োবৃদ্ধ পরচুলা
ভুলে যায় প্রশান্ত বিকেলের আকাঙ্ক্ষিত প্রেমালাপ 
সৌন্দর্যের পশমি পোশাক চিরহরিৎ জামিয়ার 
শিশিরসিক্ত শৌখিনতার সৃষ্টিশীল অভিষেক 
ধ্বংস করে নগরশাসনের অবাধ্য রাজসভাসদ।

মূর্খতার যৌথসংস্থা অপঘাতী বিরাট উদর
শোষণের রক্তবর্ণ কোম্পানি বাতিকগ্রস্ত সিঁধেল চোর
অন্ধকার মাল্টিমিডিয়ার সাইবার কনড্রিয়াক
সংকীর্ণ উপত্যকার তীব্র গন্ধের ড্যালমাশিয়ান 
উপদ্রুত উদ্যতখঞ্জরের অপরিপাটি উত্তেজনা 
নিভিয়ে ফেলে দর্শনেন্দ্রিয়ের জলজ প্রেক্ষাগার
থেমে যায় দলিত বৃষ্টিপাতের সহজাত জিন্দেগি 
আনাড়ি রাঁধুনি ধ্বংস করে দারুচিনির মিষ্টস্বাদ
দলবাজির নির্লজ্জতা বিপর্যয়ের অর্থলিপ্সা 
স্বাক্ষর করে দাসত্বের আত্মঘাতী দলিলে 
নিভে আসে অরুণদ্যুতির সৌরতাপ 
দারিদ্র্যপীড়িত ক্ষুধার্ত দারুপিপীলিকা 
বিদীর্ণ করে রাষ্ট্রীয় পতাকার রক্তাক্ত কাণ্ড।

অত্যাচারী আধিপত্যবাদ ধ্বংস করে সবুজায়নের স্বরগ্ৰাম
ছিঁড়ে ফেলে বিকাশের তাত্ত্বিক ডকুমেন্টেশন 
নিরক্ষীয় শান্ত বলয় দখল করে 
অনিয়মিত ছন্দের মূল্যহীন ধাপ্পাবাজ দূর্বা ঘাস 
জরাগ্রস্ত চতুরতা গৃহপালিত অন্ধবিশ্বাস 
কেটে ফেলে মোহনীয় রমণীর সুসজ্জিতা কেশবিন্যাস।

সৃষ্টিহীন বীর্যপাতে ডিম্বকোষ বন্ধ্যা 
দৃষ্টিহীন টিকটিকি প্রকাশ করে রুচিহীন গেজেট 
অন্তর্নিহিত প্রজ্ঞা নির্বোধের বেমানান জেনেসিস
মুখোশের সুরেলা বাদ্যযন্ত্র বাজতে থাকে 
উত্তরের শুকনো হিমেল বাতাস 
পথ হারায় অমানবিকতার হৃদয়হীন ভ্যানিটি ব্যাগে 
প্রতিহিংসার প্রত্যাবর্তন নষ্ট ইঁদুরের উৎপাত 
আবেগসর্বস্ব ধারাবাহিক নাটকের তোষামোদ 
জলমিশ্রিত অতিরঞ্জনের বাণিজ্যিক প্রাঞ্জল গজল 
ছড়িয়ে পড়ে সামুদ্রিক নিম্নচাপের উৎকীর্ণ ফলকে।

এম এ ওয়াজেদ 
নওগাঁ, বাংলাদেশ