অটোয়া, বুধবার ১২ মার্চ, ২০২৫
স্রষ্টারই জয়গান - দেওয়ান সেলিম চৌধুরী

কদিন হবে জানি এই জীবনের অবসান
স্বজনেরা রবে ভারাক্রান্ত, সমাজ গাহিবে ভিন্ন গান।
কি পরিচয় ছিল তার? না হিন্দু, না মুসলমান,
নিদেন পক্ষে বৌদ্ধ, ইহুদী, অথবা খৃষ্টান?
পৃথিবীটা ধর্ম্মের জগৎ, হেথা মানুষের নেই কোন স্থান
যে কোন সাজে, সাজা চাই তারে, নইলে বিধাতারই অপমান।
আমি রবো নিস্তব্ধ পাথর, মহাপ্রাণে মিশে যাওয়া প্রাণ
মহাকাশ জুড়ে গাহিয়া বেড়াবো, আমার স্রষ্টারই জয়গান।
ধর্ম্ম দিয়ে বিধাতার কর্ম্ম কখনো করিনি ম্লান
অন্ধত্ব বারণ, করেছিনু ধারণ, বিধাতার দেওয়া প্রাণ।
একদা আমার মাঝেই নিয়েছিল ঠাঁই, নিঃস্বার্থ ভগবান
আমিতো দেখিনি বিধাতার মাঝে ছিল কোন অভিমান?
মানুষ নিজেই সৃষ্টি করে, বারে বারে ধর্ম্মের ইতিহাস
জেনে শুনে আলো থেকে বের হয়ে অন্ধকারে বাস।
নিজের অজান্তে ডেকে নিয়ে আসে নিজেরই সর্বনাশ
বিধাতার সৌন্দর্য্য উপলব্ধি করার থাকেনাতো অবকাশ।

সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা