জাকি ফারুকীর দুইটি কবিতা
১) তোমার সুরভি পেতে
আরো কতোদুর যেতে হবে বলো,
কাশবনে হাওয়ায় উড়ায়,
কাশফুল পরাগ
আর কাশফুলতুলা,
ভ্রমরেরা যায়না ওখানে,
মৌমাছি তাও নয়
কি এক অবাক বিস্ময় নিয়ে
চেয়ে থাকি, বালুচর বালির শ্মশান আর
মরা নদীর জলের কুলকুল শুনে শুনে।
আমার পাতার সৌরভ ছিলো,
বহুদিন আগে সেই সৌরভে কানপেতেছিলো
অলস এক পাখি,
সারারাত ধরে গেয়ে গেছে গান,
তবুও কখন যেনো সেই
গানের পাতা থেকে স্বরলিপি মুছে গেছে
মানুষের জীবনেও সব কিছু মুছে যায়,
আমি মুছে যাবার আগে,
তোমার সুরভি নিয়ে চলে যেতে চাই
দুরে
অনেক দুরে
আকাশের ঠিকানায়।
২) অনেকদিন দেখিনা তোমাকে
ফুলহার গলে নিলে
মাধবী আমার,বলে গেলে
আহারে ভালবাসা পাগল কবি,
তোমার কথা শুনে আমি ছুটে চলি তোমার পিছে পিছে,
উর্ধশ্বাস চপল হরিনের মতো,
মানুষেরা হেসে মরে,
এ কেমন কবি,
দৌড়ে যায় পথের সীমানায়,
গাছের পাতার মাঝে জাগে শিহরণ, বাতাসে দোলা লাগে
অকৃত্রিম ঝড়ের ছায়ায়।
তুমি যাবে আমার সাথে হাত ধরে, অনেক দুরে পাহাড়ে
যেখানে পাথরের বুকে শুয়ে থাকে, নরোম সবুজ শেওলার
অজস্র বেদনার নীল
বড় একা।
শীতের শিশির নামে,
সবুজ শেঁওলার খামে
জীবনের নয়নাভিরাম প্রেম
জেগে ওঠে,
তোমার সে প্রথম খামের কথা মনে আছে !
কি ছিলো বারতা তাতে?
আমার মনে নেই।
তুমিওতো আমার মতো
জাকি ফারুকী
নিউজার্সি
-
ছড়া ও কবিতা
-
20-08-2024
-
-